শিশুর কান্নায় বিরক্ত বিমানকর্মী। জোর করে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান থেকে নামিয়ে দেওয়া হলো দম্পতিকে। সাহায্য করতে এলে অন্য ভারতীয় সহযাত্রীদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ তুলা হয়। ঘটনাটি ২৩ জুলাইয়ের।
ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ পি পাঠক স্ত্রী মঞ্জুবালা ও ৩ বছরের শিশুপুত্রকে নিয়ে লন্ডন থেকে বার্লিন যাচ্ছিলেন। হিথরো বিমানবন্দরে বিএ এইটফোর নাইন ফাইভ বিমানের মধ্যে নিজেদের আসন খুঁজে পাচ্ছিলেন না তারা।
কেবিন ক্রু-র সাহায্য চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে। আসনে বসার পর সিটবেল্ট বাঁধার সময় শিশুটি প্রবল কান্না শুরু করে। আর এতেই বিরক্ত হয়ে বিমানসেবিকা তাদের বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। পরে পার্কিং বে-তে বিমান ফিরিয়ে এনে দম্পতিকে নামিয়ে দেওয়া হয়।
অন্য ভারতীয় যাত্রীরা প্রতিবাদ জানালে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে। এপি পাঠক পরে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে লিখিত অভিযোগ দায়ের করেন।
বিমানের কোন কর্মী দম্পতির সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৮/আরাফাত