ভারতের সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগ পর্যন্ত তিন তালাক বিল নিয়ে সিদ্ধান্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনেই এ বিল এবং এর সংশোধন নিয়ে আলোচনা হবে।
শুক্রবার দুপুরে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইড়ু এ সিদ্ধান্ত জানান।
কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে বৃহস্পতিবার এ আইনে বেশকিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তাবিত আইনে ভিকটিম নারী তার নিজের জন্য ও ছোট ছোট সন্তানের জন্য ‘জীবিকা নির্বাহের ভাতা’ পেতে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে পারবেন। ওই নারী ছোট সন্তানদের নিজের হেফাজতে রাখার অধিকারও চাইতে পারবেন। একমাত্র যে নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তিনি অথবা তার কোনো ঘনিষ্ঠ আত্মীয়ই তার স্বামীর বিরুদ্ধে তিন তালাকের মামলা করতে পারবেন। এ ছাড়া ওই নারীর স্বামী যদি ফিরে আসেন তাহলে সে মামলাটি তুলে নিতে পারবেন এবং স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে পারবেন। তাৎক্ষণিকভাবে তিন তালাকের ‘অপরাধে’ কোনো ব্যক্তি গ্রেফতার হলে আগের মতোই তা জামিন অযোগ্য থাকবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন