গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে উম্মুখ হয়ে আছে ময়মনসিংহ বিভাগের মানুষ। আজকের (শনিবার) এই সমাবেশে স্মরণকালের সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে এটাই প্রমাণ করবে।
শুক্রবার রাতে বাংলাদেশ প্রতিদিনের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের সবাইকে দিকনির্দেশনা দেবেন বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, এবারও দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নের জন্য দু'হাত ভরে দিয়ে যাবেন। সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগদানের পাশাপাশি এখানে থেকেই সাড়ে তিন হাজার কোটি টাকার শতাধিক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আমাদের নেত্রী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন