ভারত-পাকিস্তানসহ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে অবস্থান নিয়েছে সিপিএভুক্ত দেশের প্রতিনিধিরা। ৬৩তম সিপিসি সম্মেলনে অংশগ্রহণকারী প্রায় প্রতিটি দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেছে এবং মিয়ানমারকে তাদের দেশের নাগরিকদের উপর বর্বরতার নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাকিস্তানের সংসদ সদস্য ড. নাফিসা শাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা চাই এ উপমহাদেশে শান্তি বিরাজ করুক। মিয়ানমার সরকার তাদের দেশের রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরৎ নিক। এ বিষয়ে আমরা রোহিঙ্গাদের উপর নির্যাতনের জন্য মিয়ানমার সরকারের নিন্দা জানিয়ে পাকিস্তানের উভয় সংসদে রেজুলেশনও গ্রহণ করেছি। রোহিঙ্গাদের উপর নির্যাতনের জন্য বিশ্ব বিবেককে জাগ্রত হয়ে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান পাকিস্তানের এই আইন প্রণেতা।
রোহিঙ্গাদের উপর নিপীড়ন ও নির্যাতনের জন্য মিয়ানমারকে দায়ী করে তিনি আরও বলেন, মিয়ানমারের সেনাবাহিনী যেভাবে রোহিঙ্গাদের হত্যা করছে, যেভাবে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য করেছে তা অবশ্যই নিন্দনীয়। পক্ষান্তরে রোহিঙ্গা আশ্রয় দেবার জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংসদ সদস্য (এমপি) মঈন তারিক মাহম্মুদ বলেন, আমরা চাই রোহিঙ্গা সমস্যার একটা সন্তোষজনক ও স্থায়ী সমাধান। বাংলাদেশে তারা যেভাবে আশ্রয় পেয়েছে তা সত্যিই প্রশংসনীয়। মিয়ানমারকে চাপ প্রয়োগ করার জন্য তিনি সিপিএভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৭/মাহবুব