শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বকেয়া, অবসর ও কল্যাণ ভাতা পরিশোধে ২ হাজার ৯৭৪ কোটি টাকা প্রয়োজন। যার বিপরীতে মাত্র আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ পেয়েছে সংশ্লিষ্ট দু’টি সংস্থা। অর্থাৎ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বকেয়া, অবসর ও কল্যাণ ভাতা বাবদ ২ হাজার ৭২৪ কোটি টাকার সংকট তৈরি হয়েছে।
সংসদের শীতকালীন অধিবেশনে সোমবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মো. জিয়াউল হক মৃধার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী এসময় জানান, বকেয়া অবসর ভাতা দিতে সরকারের কাছে ২ হাজার ২৭৪ কোটি টাকা চেয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। একইসঙ্গে তাদের বকেয়া কল্যাণ ভাতা দিতে ৭০০ কোটি টাকা চেয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। চাহিদার বিপরীতে অবসর সুবিধা বোর্ড চলতি অর্থবছরে মাত্র দেড়শ’ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। আর গত (২০১৬-১৭) ও চলতি অর্থবছর (২০১৭-১৮) মিলিয়ে মাত্র ১০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে কল্যাণ ট্রাস্ট।
বিডিপ্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান