ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে ২ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি অতিরিক্ত ঠাণ্ডার কারণে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে ৭ বাংলাদেশির মৃত্যু হয়।
আজ মঙ্গলবার ফেসবুকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি দু'জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। মরদেহ নিয়ে ফ্লাইট দুটি দেশে পৌঁছাবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বাকি ৫ জনের মরদেহ বাংলাদেশে পৌঁছানোর তারিখ দ্রুতই জানানো হবে।
রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জয় তালুকদারের মরদেহ আগামী বৃহস্পতিবার টার্কিস বিমান টি-কে ১৮৬৪ করে রোমের লিওনার্দো ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ফ্লাইটটি ঢাকায় পৌঁছার কথা রয়েছে। কামরুল হাসান বাপ্পি নামে অপর মৃতের মরদেহ নিয়ে একই কোম্পানির উড়োজাহাজ টি-কে ১৮৬২ আগামী ১১ ফেব্রুয়ারি একই বিমানবন্দর থেকে রওনা হবে। ১৩ ফেব্রুয়ারি ঢাকায় ফ্লাইটটি পৌঁছাবে।
বিডি প্রতিদিন/ফারজানা