আবারও আইসিসির অলরাউন্ডার র্যাংকিংয়ের তিন ফরম্যাটের ক্রিকেটেই একসঙ্গে শীর্ষে ওঠার স্বাদ পেলেন সাকিব আল হাসান। অবশ্য টেস্ট ও টি-২০তে আগে থেকেই শীর্ষে ছিলেন। কিন্তু গতকাল প্রকাশিত আইসিসির নতুন র্যাংকিংয়ে ওয়ানডেতেও শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। দ্বিতীয়বারের মতো একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে ওঠার স্বাদ পেলেন তিনি। কিছুদিন আগেই প্রথমবারের মতো তিন ধরনের ক্রিকেটে শীর্ষে উঠেছিলেন দেশসেরা তারকা। সেবার ৯ দিনের বেশি থাকতে পারেননি। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দারুণ পারফর্ম করে সাকিবকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানটি দখল করে নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাথুস সুবিধা করতে না পারায় আবারও র্যাংকিংয়ে অবনমন ঘটে তার। আর এই সুযোগে শীর্ষে উঠে যান সাকিব। সব শেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৪০৩ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ৩৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাঞ্জেলো ম্যাথুস। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের রেটিং ৩৮৯।