ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেছেন, বাংলাদেশের আইন সুন্দর তবে কীভাবে প্রয়োগ করবো সেটিই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল অধিকার। আমরা অধিকার বঞ্চিত ছিলাম।
গণতন্ত্রের বিকাশ ও সুরক্ষা, রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা ও মৌলক অধিকারের সাথে তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন এক সূত্রে গাঁথা।
শনিবার সকাল ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে তথ্য অধিকার : প্রায়োগিক পর্যালোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন আইন অনুষদের ডিন ও আইন প্রশাসক অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. হালিমা খাতুন এবং ড. আব্দুল করিম খাঁন।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আল-ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার তত্ত্বাবধায়নে সহকারী অধ্যাপক আলতাফ হোসেন ‘বাংলাদেশে তথ্য অধিকার : প্রায়োগিক পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ গবেষণা করেন।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, অধ্যাপক ড. কামরুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী অধ্যাপক আরমিন খাতুন প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন