অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি (সিকিউইউ) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)’র মধ্যে পিএইচডি প্রোগ্রাম পরিচালনার ওপর একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন বিইউবিটি’র উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ এবং সিকিউইউ’র উপাচার্য প্রফেসর নিক ক্লম্প। বিইউবিটি’র ইন্টারন্যাশনাল একাডেমিক রিলেশন্স এডভাইজরি কমিটি’র আহ্বায়ক এ এফ এম সরওয়ার কামাল এতে সাক্ষ্য দেন।
প্রফেসর সান্তি নারায়ণ ঘোষ, রিসার্চ ডাইরেক্টর এবং হেড অব আইকিউএসি-বিইউবিটি, প্রফেসর সৈয়দ মাসুদ হুসেন, ডিন অব বিজনেস এন্ড সোস্যাল সাইন্সেস এবং প্রফেসর এম. আমীর আলী, হেড অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিইউবিটির পক্ষে উপস্থিত ছিলেন। এছাড়া প্রফেসর হেলেন হান্টলি, প্রভোস্ট, টারশিয়ারি এডুকেশন ডিভিশন, প্রফেসর লি ডি লিলিয়া, ডিন, স্কুল অব বিজনেস এন্ড ল’, প্রফ. সুসান কেনার, ডিন অব গ্র্যাজুয়েট স্টাডিজ, রিসার্চ ডিভিশন, প্রফ. কামরুল আলম অব ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড স্ট্র্যাটেজি, স্কুল অব বিজনেস এন্ড ল’ সিকিউইউ’র পক্ষে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের ফলে এই দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে একাডেমিক ও গবেষণা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মুক্ত হলো। এরই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে আগামী জুলাই মাসে বিইউবিটির পাঁচজন ফ্যাকাল্টি মেম্বার সিকিউইউ তে পিএইচডি প্রোগ্রামে অংশ নেবেন। এছাড়া সমঝোতা স্মারকের ফলে যৌথ গবেষণা প্রকল্প, কনফারেন্স, সেমিনার, কর্মশালা এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় দু’টি।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৯/মাহবুব