ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় নৌবাহিনিবিষয়ক বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনির প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের তিনটি জাহাজ আইএনএস তীর, আইএনএস কেশরী এবং আইসিজিএস বরুণ আগামী ১৯-২২ মার্চ ২০১৫ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে আসবে।
আইএনএস তীর মুম্বইয়ের মাজগাঁও ডকইয়ার্ড লি.-এ নির্মিত হয় এবং ১৯৮৬ সালে নৌবাহিনির অন্তর্ভক্ত হয়। এটি কোচিতে অবস্থিত ভারতীয় নৌবাহিনির প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের একটি সিনিয়র শিপ হিসেবে বিবেচিত।
আইএনএস কেশরী কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স-এ দেশীয় নকশায় তৈরি অবতরণ শিপ ট্যাংক এবং ২০০৮ সালে এটি ভারতীয় নেৌবাহিনিতে যুক্ত হয়। কেশরী হচ্ছে সিংহের সংস্কৃত শব্দ শৌর্য-বীর্যের প্রতীক।
আইসিজিএস বরুণ একটি উপকূল টহলযান, নাবিকদের দেবতা ভগবান বরুণের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এটি ১৯৮৮ সালে নৌবাহিনিতে সংযোজিত হয় এবং এটি ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনির কর্মকর্তাদের আলমা-ম্যাটার।
জাহাজগুলি বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলংকাসন্নিহিত অঞ্চলে প্রশিক্ষণ ভ্রমণে বেরিয়েছে।
সফরকালে ভারত ও বাংলাদেশের কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকেরা একে অপরের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে এবং প্রশিক্ষণক্ষেত্রে দুই নৌবাহিনির শ্রেষ্ঠ কার্যক্রমের সঙ্গে পরিচিত হয়ে উপকৃত হবে। এ সফরের ফলে দুই দেশের নৌবাহিনির মধ্যে ঐতিহাসিকভাবে বিদ্যমান বন্ধুত্ব আরো জোরদার হবে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৫/ সালাহ উদ্দীন