শিক্ষাক্ষেত্রে দেশের চলমান অগ্রগতি অব্যহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্ত্বে তার কার্যালয়ে ‘সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় টাস্কফোর্স কমিটির প্রথম সভায় তিনি এ নির্দেশ দেন।
সভাশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “সভায় প্রধানমন্ত্রী বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) আমরা বাস্তবায়ন করেছি। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।
সভায় আলোচনার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, দেশে বর্তমানে প্রাথমিক স্কুলে ভর্তির হার ৯৭ দশমিক ৭০ শতাংশ; ২০০৯ সালে যা ছিল ৯৩ দশমিক ৯০ ভাগ।
ভর্তির হার বাড়ার সাথে সাথে প্রাথমিক ঝরে পড়ার হারও কমেছে। ২০১৪ সালে ঝরে পড়ার হার ২০ দশমিক ৯০ ভাগে নেমেছে; যেখানে ২০০৯ সালে ছিল ৪৫ দশমিক ১০ ভাগ।
টাস্কফোর্স কমিটির সভায় আলোচনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “এটা সম্ভব হয়েছে শিক্ষার সুযোগ সম্প্রসারণের ফলে বিশেষ করে জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুমোদন, পরবর্তীতে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ, এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষকের চাকরি সরকারিকরণ এবং আরো এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগ দেওয়া কারণে।
সভায় অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৫/মাহবুব