প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হলেও হিসাব-নিকাশ হয় দলীয়ভাবে। কোন দল থেকে কতজন জিতল বা হারল, সেই হিসাব করা হয়। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন না হওয়ার কারণে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। তারা কোনো অন্যায় করলে ব্যবস্থা (সাংগঠনিকভাবে) নেওয়া যায় না। কাজেই স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও দলীয়ভাবে হওয়া উচিত।”
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এই মত প্রকাশ করেন। এসময় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে হওয়ার তথ্য তুলে ধরে বাংলাদেশেও সেভাবে করতে আইন সংশোধনের কথা বলেন সংসদ নেতা।
তিনি বলেন, আমাদের আইন সংশোধন করে স্থানীয় সরকার সম্পূর্ণ দলীয় ব্যানারে যাতে হয়, সকল দল যাতে মনোনয়ন দিতে পারে, সেটা করা প্রয়োজন। আমি মনে করি, স্থানীয় সরকারের সকল স্তরে দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়া প্রয়োজন।”
সিটি নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেন, “সিটি নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। কমিশন যেভাবে চাইবে নির্বাচন সেইভাবেই হবে। সরকারের কাছে তারা যে সহযোগিতা চাইবে, তা দেওয়া হবে।”
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ক এক প্রশ্নে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড বলতে বিএনপি আসলে কী চাচ্ছে, সেটা বোধগম্য নয়। তারা নির্বাচনে আসবে কি আসবে না, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে।''
তবে সিটি নির্বাচনে অংশ নিতে বিএনপির এগিয়ে আসাকে ‘ইতিবাচক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব