নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে জেলার পালপাড়ায় টাঙ্গন নদীর ওপর একটি ব্রিজ করে দেবেন। সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মূল প্রতিশ্রুতি এটা থাকলেও বাস্তবে প্রতিফলন দেখেনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নম্বর আকচা ইউনিয়নের ১০ গ্রামের ২০ হাজারের বেশি মানুষ। সেখানে একদিন ব্রিজ হবে এ আশায় রয়েছে ওইসব গ্রামের মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, সেখানে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। জানা যায়, মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়ায় টাঙ্গন নদীর ওপর বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন দুই পারে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গী, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের ২০ হাজারের বেশি মানুষ। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে প্রতিবারেই টাঙ্গন নদীর পানি কমে এলে সেখানে নির্মাণ করা হয় একটি বাঁশের সাঁকো। যেই সাঁকো দিয়েই পারাপার হন কৃষক-কিষানি, ছাত্রছাত্রীসহ সবাই। বর্ষা হলেই তলিয়ে যায় তাদের তৈরি বাঁশের সাঁকোটি। একমাত্র উপায় হিসেবে ব্যবহার করা হয় নৌকা। এ বাঁশের সাঁকো দিয়ে চলাচলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি। ব্রিজটি নির্মাণ হলে পাল্টে যাবে নদীর দুই ধারে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গী, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের কৃষক ও সাধারণ মানুষের জীবনমান। স্থানীয় জয়নাল, ফারুক, ওমর, কুলসুম অভিযোগ করে বলেন, বছরের পর বছর আশ্বাস দিয়ে গেলেও ব্রিজ নির্মাণে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেননি কেউ। সরকারের কাছে জরুরি ভিত্তিতে বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রিজ নির্মাণের জোর দাবি জানান তারা। ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, জেলায় কয়েকটি ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটি পাস হলেই পালপাড়া ব্রিজের কাজ শুরু করা হবে।
শিরোনাম
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
- যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান
- বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
- ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা