নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে জেলার পালপাড়ায় টাঙ্গন নদীর ওপর একটি ব্রিজ করে দেবেন। সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মূল প্রতিশ্রুতি এটা থাকলেও বাস্তবে প্রতিফলন দেখেনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নম্বর আকচা ইউনিয়নের ১০ গ্রামের ২০ হাজারের বেশি মানুষ। সেখানে একদিন ব্রিজ হবে এ আশায় রয়েছে ওইসব গ্রামের মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, সেখানে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। জানা যায়, মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়ায় টাঙ্গন নদীর ওপর বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন দুই পারে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গী, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের ২০ হাজারের বেশি মানুষ। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে প্রতিবারেই টাঙ্গন নদীর পানি কমে এলে সেখানে নির্মাণ করা হয় একটি বাঁশের সাঁকো। যেই সাঁকো দিয়েই পারাপার হন কৃষক-কিষানি, ছাত্রছাত্রীসহ সবাই। বর্ষা হলেই তলিয়ে যায় তাদের তৈরি বাঁশের সাঁকোটি। একমাত্র উপায় হিসেবে ব্যবহার করা হয় নৌকা। এ বাঁশের সাঁকো দিয়ে চলাচলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি। ব্রিজটি নির্মাণ হলে পাল্টে যাবে নদীর দুই ধারে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গী, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের কৃষক ও সাধারণ মানুষের জীবনমান। স্থানীয় জয়নাল, ফারুক, ওমর, কুলসুম অভিযোগ করে বলেন, বছরের পর বছর আশ্বাস দিয়ে গেলেও ব্রিজ নির্মাণে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেননি কেউ। সরকারের কাছে জরুরি ভিত্তিতে বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রিজ নির্মাণের জোর দাবি জানান তারা। ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, জেলায় কয়েকটি ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটি পাস হলেই পালপাড়া ব্রিজের কাজ শুরু করা হবে।
শিরোনাম
- শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি, মানুষের ঢল
- বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতার মৃত্যু, অসুস্থ ১০-১২ জন
- জাবিতে স্বৈরাচার পতন দিবস উদযাপন: আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
- টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত
- খাগড়াছড়িতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- কাহালুতে বিজয় র্যালি ও সমাবেশে জনস্রোত
- কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবর জিয়ারত ও দোয়া
- পটুয়াখালীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মিলন
- শাবিপ্রবিতে হযরত শাহজালাল (রহ.)-এর নামে কর্নার স্থাপন
বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর