শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে এক-দেড় লাখ শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এতে বিশ্বে হাউকাউ শুরু হয়ে গেছে। অথচ বাংলাদেশ যে বছরের পর বছর মিয়ানমারের কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, তাদের ভরণ-পোষণ দিচ্ছে, এসব নিয়ে সারা বিশ্বে কোনো কথা বলা হয় না।’
রবিবার বিকালে বরিশাল বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের অধীন শিল্প কারখানা ও সংস্থাগুলো পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করেছি। সেসব সমস্যা সমাধানেও কাজ করছে সরকার।’
বরিশাল বিসিকের সমস্যাগুলো পর্যালোচনা করে সেগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ