অবরোধ হরতালের নামে দেশে বিশৃঙ্খলা ও নাশকতার সময় আটককৃতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাশকতাকারীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে জরুরি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি টিপু মুন্সি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম, কামরুন নাহার চৌধুরী বৈঠকে অংশ নেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষীকারী বাহিনীর তৎপরতায় সহিংসতা ও নাশকতা নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বৈঠকে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পুলিশের জনবল মঞ্জুরি প্রাপ্তি সাপেক্ষে শিগগিরই পুলিশ বাহিনীতে আরও পঞ্চাশ হাজার সদস্য নিয়োগের কার্যক্রম শুরু হবে। বর্তমানে প্রায় ৬০০ জন পুলিশ সার্জেন্ট (পুরুষ/নারী) নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই ট্রেইনি রিক্রুট হিসেবে সাড়ে ৮ হাজার পুরুষ কনস্টেবল এবং ১৫ শ’ নারী সদস্যসহ ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
কমিটি মহাসড়কে চলাচলরত গাড়িতে ভিআইপি হর্নের ব্যবহার, ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার ও জাতীয় সংসদের মনোগ্রাম সম্বলিত স্টিকার ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এজন্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও জোনাল সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে রেঞ্জের সকল থানা-ফাঁড়ির, ওসি-আইসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৫/ রশিদা