হরতাল-অবরোধের মধ্যেই আগামী ১ এপ্রিল বুধবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। যা গত বছরের তুলনায় ৬৭ হাজার ৪৯০ জন কম।
মোট পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন।
সোমবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০, কারিগরি বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৪৭ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষার্থী কম হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সৃজনশীল প্রশ্নে বেশির ভাগ পরীক্ষা হওয়ার কারণে এটা হতে পারে। এছাড়া ২০১৩ সালে এইচএসসিতে বেশি ফেল করেছিল। এতে পরের বছর অনিয়মিত শিক্ষার্থী বেশি ছিল, তাই তখন মোট শিক্ষার্থী বেশি হয়েছিল। এবার অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা কম।
তিনি জানান, এবছর ৮ হাজার ৩০৫টি প্রতিষ্ঠানের পরীক্ষা ২ হাজার ৪১৯টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের বাইরে ৭টি কেন্দ্রে মোট ২৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৫/মাহবুব