বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের পর্যাপ্ততা নিশ্চিত করতে আগামীকাল থেকে (১-৭ এপ্রিল) শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ’১৫। জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি' শ্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে সপ্তাহ।
দেশের মৎস্য উৎপাদনের শতকরা ১০ ভাগেরও বেশি যোগান দিচ্ছে ইলিশ এবং জাতীয় আয়ের একভাগ আসে এই ইলিশ থেকে। প্রাকৃতিক ও মানুষ্যসৃষ্ট নানাবিধ কারণে ইলিশের প্রজনন ও বিচরণ বাধাগ্রস্থ হচ্ছে। প্রতিবন্ধকতার মধ্যে অতিমাত্রায় ডিমওয়ালা ইলিশ আহরণ, কারেন্ট জালের ব্যবহার, নৌকার যান্ত্রিকায়নসহ জাটকা নিধন অন্যতম। মৎস্যবান্ধব বর্তমান সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ প্রকল্পসহ নানা পদক্ষেপ গ্রহন করেছে।
ইলিশের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২০১৩-১৪ অর্থবছরে ইলশের উৎপাদন ৩ দশমিক ৮৫ লক্ষ্য মেট্রিক টনে উন্নীত হয়েছে। দেশ ও জাতির স্বার্থে ইলিশ সম্পদের উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতার বিকল্প নেই। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের পক্ষ থেকে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রোকেয়া।