প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রযুক্তি ব্যবহারে অনেক এগিয়েছে। এখন চিকিৎসা সেবা, টাকা পাঠানো, বিল পরিশোধে প্রযুক্তি ব্যবহার হচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাস রুম হয়েছে জেলায় জেলায়। প্রযুক্তির এ অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় তিনি এসব কথা বলেন।
সবার জন্য প্রযুক্তি ব্যবহার ও এর সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তির ব্যবহার মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। গ্রামের মানুষসহ সবাই যেন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পান সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে অনেকাংশেই ডিজিটাল করে ফেলেছি। এখন শুধু প্রয়োজন দেশব্যাপী তথ্য প্রযুক্তির সম্প্রসারণ।
তিনি জানান, দেশকে ডিজিটাল করতে প্রত্যেক জেলায় জেলায় আমরা হাইটেক পার্ক নির্মাণের চেষ্টা করছি।
শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে। তৃণমূলে এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় তথ্য ও সেবা কেন্দ্র।
সভায় উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও সভায় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৫/মাহবুব