সরকারি হাসপাতালে মানুষ বঞ্চিত এবং বেসরকারি হাসপাতালে প্রতারিত হচ্ছে বলে অভিযোগ করেছেন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান।
বুধবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি স্বাস্থ্যখাতের চিত্র তুলে ধরে তিনি এই কথা বলেন।
'বেসরকারি চিকিৎসাসেবা সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণ' এক শীষর্ক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিবেদনে বেসরকারি চিকিৎসাসেবায় নানা অভিযোগ এবং সমস্যা সমাধানে কিছু সুপারিশ তুলে ধরা হয়। সেবার মান তদারকি করতে নিয়ন্ত্রণ কমিশন গঠনের সুপারিশ করা হয়।
ইফতেখারুজ্জামান বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে কমিশনভিত্তিক বাণিজ্য গড়ে উঠেছে। যেখানে চিকিৎসা ব্যয়ের ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন সরকারি-বেসরকারি চিকিৎসক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মী, রিসিপশনিস্ট ও দালাল চক্র হাতিয়ে নিচ্ছে। রোগ নির্ণয় প্রতিষ্ঠানের সাথে ডাক্তার ও দালালদের ১৫ থেকে ৫০ ভাগ কমিশন চুক্তি রয়েছে। উচ্চ মুনাফার জন্য বেসরকারি চিকিৎসাসেবা কেন্দ্রগুলোতে ব্যবসা চলছে, সেবা গ্রহীতাকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায় হচ্ছে।
বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিধিমালা না থাকা এবং আইনের হালনাগাদ না হওয়াকেই স্বাস্থ্যখাতের এ সমস্যার জন্য দায়ী করা হয় প্রতিবেদনে।
প্রসূতিসেবা নিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রসবের দিনের অনেক আগে প্রসব করানোর অভিযোগ রয়েছে। বেসরকারি হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির হার ৮০ শতাংশ। এ হার সরকারি প্রতিষ্ঠানে ৩৮ এবং এনজিও পরিচালিত প্রতিষ্ঠানে ২৮ শতাংশ।
গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার তাসলিমা আক্তার ও মো. জুলকারনাইন। আরও বক্তব্য রাখেন, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং টিআইবির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত