বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নাগরনদ রক্ষায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার বীরকেদার নাগরনদ ও ভূমি রক্ষা কমিটি এবং এলাকাবাসীর আয়োজনে নদী তীরবর্তী এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়ে। মানববন্ধনে এলাকার নারী পুরুষ ও শিশু কিশোররা অংশগ্রহণ করে।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, উপজেলার পূর্ব আলোহালী, মসরাপাড়া গ্রাম ও কাহালু উপজেলার সীমান্তবর্তী মদনাই গ্রাম, বীরকেদার এলাকায় নাগরনদের তীর থেকে অবৈধভাবে মাটি খনন ও নাগরনদ থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা। তাদের বিরুদ্ধে প্রশাসন অভিযান পরিচালনা করেছে এবং এলাকাবাসী বাধা দিলেও বালু উত্তেলন বন্ধ হয়নি। বালু দস্যুদের কারণে নদের পাড়ের ফসলী জমি, বাড়িঘর ও নদের পাড় দেবে যেতে শুরু করেছে। এছাড়া আশপাশের জমিতে বালু বৃদ্ধি পেয়ে চাষের জমি দূষণ হচ্ছে অভিযোগ করে।
এলাকার এক শ্রেণির ভূমিদস্য নাগরনদ থেকে দীর্ঘদিন ধরে মাটি এবং বালু উত্তোলন করে এলাকার ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। বর্তমানে তারা নদের তীরবর্তী এলাকায় উচ্চ মূল্যে জমি ক্রয় করে সেখান থেকে ২০ থেকে ২৫ ফিট গভীর করে মাটি উত্তোলন করছে। যা আইনে অপরাধ। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী এবং শ্রমিক সংগঠনকে ব্যবহার করে নদ থেকে বালু ও ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে।
নাগরনদ ও ভূমি রক্ষা কমিটির সভাপতি নাজমূল ইসলাম জানান, ভূমি দস্যরা প্রথমে ৫ থেকে ১০ শতক জায়গা ক্রয় করে ওই জমি গভীর খাদে পরিণত করে। পরবর্তীতে ওই জমির পার্শবর্তী জমি ভেঙে পড়ে। তখন ওই জমি কম দামে ক্রয় করে। এই প্রক্রিয়ায় ভূমি দস্যুরা একের পর এক জমির মাটি কেটে গভীর খাদে পরিণত করছে। এতে বর্ষা মৌসুমে বাকি জমি ভেঙে নদী গর্ভে বিলীন হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম মহলদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন দুপচাঁচিয়া শাখার সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্য ছোটন চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, বীরকেদার নাগরনদ ও ভূমি রা কমিটির সভাপতি প্রভাষক নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব বাবলা, এলাকার বাসিন্দা মমতাজুর রহমান মাষ্টার, জরিফ মন্ডল, শিকিা আনোয়ারা ইসলাম, জরিনা বেগম প্রমুখ।
বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাটি কাটা এবং বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার