দীর্ঘ ২২ বছর ধরে ছিটমহলবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে যে 'ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটি' সংগ্রাম করেছে, রবিবার (৯ আগস্ট, ২০১৫) থেকে কার্যত বিলুপ্তি ঘটল সেই কমিটির। কমিটির নতুন নামকরণ হল 'সিটিজেন রাইট কো-অর্ডিনেশন কমিটি'।
রবিবারই আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়। পরে মুঠোফোনে নতুন কমিটির প্রধান সমন্বয়কারী দীপ্তিমান সেনগুপ্ত জানান 'আজ থেকে ২২ বছর আগে ১৯৯৪ সালের ২১ ফেব্রুয়ারি আমার বাবা দীপক সেনগুপ্তর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটি। এরপর থেকে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এই কমিটিকে যেতে হয়েছে। অবশেষে স্বাধীনতার ৬৮ বছর পর ছিটমহলবাসীর নাগরিকত্ব ফিরিয়ে দিতে পেরেছি। এতেই আমাদের এই আন্দোলন সফল। তবে এখন থেকে আর ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটি থাকছে না। এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হল 'সিটিজেন রাইট কো-অর্ডিনেশন কমিটি'। তবে সংগ্রাম শেষ হয়ে যায়নি বরং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। ভারত এবং বাংলাদেশ দুই দেশের নাগরিকত্ব পাওয়া মানুষদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে (ভোটার কার্ড, সরকারি সুযোগ সুবিধা পেতে সাহায্য করা) এই কমিটি কাজ করবে। কমিটির আহ্বায়ক হয়েছেন সৌমেন দাস।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৫/ এস আহমেদ