যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো শহর বস্টনে ৫ ও ৬ মে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। গত ১১ বছর যাবৎ এ মেলা হচ্ছে। তবে এবার মেলাকে উৎসর্গ করা হবে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের প্রতি।
প্রবাস-প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অবহিত করতে ব্যতিক্রমী এ কর্মসূচি গ্রহণ করেছে নিউ ইংল্যান্ড বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন (নিবাফ)।
বস্টনভিত্তিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান নিবাফের প্রতিষ্ঠাতা এবং শহীদ পরিবারের সন্তান নাহিদ সিতারা এ প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত সকল মুক্তিযোদ্ধাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তারা একাত্তরের গল্প শোনাবেন প্রবাস প্রজন্মকে। যুক্তরাষ্ট্রে বসবাসরত সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. সি আর দত্ত এবং মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ থেকেও প্রখ্যাত মুক্তিযোদ্ধাদের আসার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার নিবাফের এই কর্মকর্তা ছাড়াও বস্টনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরীসহ কয়েকজন এসেছিলেন নিউইয়র্কে। সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা-সাংবাদিক রাশেদ আহমেদ, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসারের সাথে উপর্যুক্ত কর্মসূচির আলোকে বিস্তারিত মতবিনিময় করেন।
মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরীর নেতৃত্বে বস্টনের সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি তাহেরা আহমেদ মিতুসহ অন্য কর্মকর্তারা কাজ করছেন মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদানের পর্বটি পরিচালনার জন্যে। কমপক্ষে ২৫ জন মুক্তিযোদ্ধা এতে অংশ নেবেন বলেও আয়োজকরা আশা করছেন।
মেলায় বাংলা গান পরিবেশন ছাড়াও থাকবে বাঙালি পণ্য আর খাদ্যের স্টল। আরও থাকবে ফ্যাশন শো। এ আয়োজনকে সফল করতে চার মাস আগে থেকেই মাঠে নেমেছেন নিবাফের প্রেসিডেন্ট ও বৈশাখী মেলার আহবায়ক ফাহমিদা মালিক, সদস্য-সচিব ফারহানা খোরশেদের নেতৃত্বে একদল সংগঠক।
বর্ণাঢ্য এ আয়োজনে মিডিয়া পার্টনার থাকবে ঠিকানা পত্রিকা, চ্যানেল আই, নিউজ টোয়েন্টিফোর টিভি এবং বাংলাদেশ প্রতিদিন।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/ফারজানা