সিরিয়ায় গাড়ি বোমা হামলায় একজন বিজ্ঞানী নিহত হয়েছেন। আজিজ আসবার নামের ওই বিজ্ঞানী দেশটির রাসায়নিক অস্ত্র গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। সিরিয়ার হামা শহরে আজিজ আসবারের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে প্রেসটিভিসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আজ এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বিজ্ঞানী আসবার শনিবার সন্ধ্যায় গাড়িতে করে ভ্রমণের সময় বোমাটি বিস্ফোরিত হলে চালকসহ তিনি মারা যান। বিদ্রোহী গোষ্ঠী আবু আমারা স্পেশাল মিশন এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা যায়। তবে দেশটির সরকারপন্থি সংবাদমাধ্যমগুলো একে হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে।
এদিকে, এই হত্যাকাণ্ডের পর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সিরিয়ার সরকার।
বিডি প্রতিদিন/এ মজুমদার