যারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের সনদের পাশাপাশি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বৃহস্পতিবার শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নেয়ার পর এ কথা জানান তিনি।
এর আগে সকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের টিকাগ্রহণের মাধ্যমে বিএসএমএমইউয়ের টিকাদান কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ প্রদানের কর্মসূচি শুরু হয়।
তিনি করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর