পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, ‘দেশের একটি দল সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে জোর করে ক্ষমতায় আসতে চায়, তাদের প্রতিহত করুন। শেখ হাসিনার সরকার গ্রাম বান্ধব, তিনি দরিদ্র-মজুর, কৃষক, মেহনতি মানুষকে সম্মান করেন’।
পরিকল্পনা মন্ত্রী আজ বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
তিনি এ সময় আরও বলেন, ‘আমাদের অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি। কৃষিই হলো আমাদের অর্থনীতির পাঁজর। কৃষির উন্নয়নে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে’।
কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আনোয়ার ফারুক কুহিনূর ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিনুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাসুদেব ঘোষ, কুমিল্লা জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি লক্ষণ সাহা, যুবলীগ নেতা আলী আহাম্মেদ মিয়াজী, কৃষক প্রতিনিধি রুহুল আমিন ভূঁইয়া।
বিডি প্রতিদিন/ফারজানা