শরীয়তপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। শনিবার সকাল ১০টায় জাজিরা উপজেলার পালেরচর ও বড়কান্দি ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশের সম্মান উন্নত রেখেই কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাথে গঙ্গা ও তিস্তার পানি বণ্টন চুক্তিতে সফলতা এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার।
এছাড়া পানিসম্পদ উপমন্ত্রী জাজিরা উপজেলার পদ্মা সেতু নদী শাসন এলাকা থেকে নড়িয়া উপজেলার ডান তীর রক্ষা বাঁধ পর্যন্ত ১৬ কিলোমিটার নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণে বাঁধ নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই প্রকল্প পাশ করে বাস্তবায়নে কাজ শুরু করা হবে।
জানা যায়, ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের প্রত্যেককে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং দুইশত পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করেন উপমন্ত্রী। এছাড়া তিনি জাজিরা উপজেলার দুইটি ইউনিয়নে ২ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন এলাকা রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং ও জিও টিউব ডাম্পিং কাজের উদ্বোধন করেন।
এসময় জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার ও জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেলসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই