মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের সকল রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের নামকরণ হবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নামে। রাস্তাঘাটের নামকরণের কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধাদের নাম থাকবে খোদাই করা নেমপ্লেইটে। সব মুক্তিযোদ্ধার কবর বাঁধাই করা হবে একই ডিজাইনে’।
মঙ্গলবার বিকেলে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) আফছার উদ্দিন আহাম্মেদের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তার সরকার মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষায় বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। রাজাকারের তালিকা প্রকাশের জন্য আইন পাস হয়েছে। অচিরেই তালিকা প্রকাশ করা হবে’।
বীর মুক্তিযোদ্ধা আফসার স্মৃতি সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম মিয়া চাঁনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের পরিচালনায় অনুষ্ঠিত ওই স্মরণসভায় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম মাওলা নকশাবন্দী, স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত নারী আসনের এমপি মনিরা সুলতানা মনি, সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল্লা আল-মাহমুদ (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এড. শতকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টুসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্মরণসভার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ড. শেলিনা রশিদের প্রতিষ্ঠিত ‘জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ সংপ্রহশালা’ উদ্বোধন ও পরিদর্শন করেন। ’
বিডি প্রতিদিন/ফারজানা