পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে মনে হয় না তড়িঘড়ি করে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে বাংলাদেশ। আমরা একটি স্বাধীন অবস্থান নিয়ে আছি। আমরা একটা ব্যালেন্সড ফরেন পলিসি চালিয়ে আসছি। তাই নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো চুক্তিতে আমরা যাব বলে মনে হয় না।
শনিবার দুপুরে নগরীর শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে চুক্তি (আকসা ও জিসমিয়া) নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে- আমেরিকা কোন অস্ত্রসস্ত্র কিংবা ইকুইপমেন্ট বিক্রি করতে চাইলে এবং আপনি সেটা কিনলে তবে সেই সরঞ্জামাদি কোথায় থাকবে তার লোকেশন জানাতে হবে। সেই লোকেশনে অন্য কোনো দেশের ইকুপমেন্ট আছে কি-না তাও জানাতে হবে। ক্রয়কৃত ইকুইপমেন্ট ব্যবহারের আগে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। আমার মনে হয় এতোশতো শর্ত দিয়ে চুক্তি সাক্ষর হবে না।’
চুক্তি না করার ফলে দেশের উপর কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।
আসন্ন ব্রিকস সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা দাওয়াত দিয়েছে, সম্ভবত প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এটা আলোচনার জন্য ভাল সুযোগ।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদেশী কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। দেশে আর আজিজ মার্কা নির্বাচন হবে না।
বিডি প্রতিদিন/হিমেল