যুক্তরাষ্ট্রে কি সরকার পদত্যাগের পর নির্বাচন হয়? ঢাকা সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের কাছে এমন প্রশ্ন রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন তারা। এসময় পররাষ্ট্রমন্ত্রী জানান, নিজের তাগিদেই বাংলাদেশ অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। তবে সহিংসতামুক্ত ভোট করতে সব দলের আন্তরিকতা দরকার।
বৈঠকে আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বঙ্গবন্ধু জাদুঘরে যান কংগ্রেসম্যানরা। ঘুরে দেখেন ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত বাসভবনটি। সই করেন স্মারক বইয়ে।
বিকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে, বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন তারা।
সোমবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন এ দুই কংগ্রেসম্যান। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিডি প্রতিদিন/আরাফাত