ইউএনডিপি বাংলাদেশের সাবেক নারী অধিকার বিশেষজ্ঞ ও লেখিকা অদিতি ফাল্গুনী বলেছেন, মৌলবাদী দৃষ্টিভঙ্গি বাংলাদেশে নারী অধিকার বাস্তবায়নে অন্যতম অন্তরায়। তারপরও এদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। নানা ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখছে।
আজ শুক্রবার ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে ''আন্তর্জাতিক নারী দিবস ২০১৫: বাংলাদেশের বাস্তবতায় নারী অধিকার'' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
জিন্নাতুন নুরের সঞ্চালনায় তিনি বলেন, সার্বিকভাবে বাংলাদেশে নারী অধিকারের ক্ষেত্রে কিছুটা হতাশা আছে। তবে অগ্রগতিও আছে। পার্শ্ববর্তী ভারতের দিকে তাকালে দেখা যায় সেখানে কদিন আগেও এক নারীকে একটি কুকুরের সঙ্গে বিয়ে দেয়া হয়। সে হিসেবে বাংলাদেশে নারীদের অবস্থান অনেকটা স্বস্তিদায়ক। বাংলাদেশে আজ ৯০ লাখ মানুষ গার্মেন্টে কাজ করছে যার বেশিরভাগ নারী। বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বলিষ্ঠ ভূমিকা রাখছে। তবে এদেশে এখনও নারী অগ্রগতির পেছনে ধর্মীয় মৌলবাদীদের বাধা আছে। ২০১৩ সালে হেফাজত ইসলাম ১৩ দফা দাবি তুলেছিল। তারা বলেছিল নারীদের চতুর্থ শ্রেণির বেশি পড়া ঠিক না। এগুলো নারী উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে সরকার নারী উন্নয়নে বেশ আন্তরিক। তাই নারীরা আজ ক্রমে এগিয়ে যাচ্ছে।
গোলটেবিল বৈঠকটির আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৫/ এস আহমেদ