পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ কিংবা জীবজন্তু এমনকি কোনো উদ্ভিদও বাঁচতে পারে না। পানির গুরুত্ব অনুধাবন করে প্রতি বছর পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। সকল দুষণ থেকে জীবন বাঁচানো পানিকে রক্ষায় সচেতনতা সৃষ্টিই এর লক্ষ্য। 'পানি ও টেকসই উন্নয়ন' এ স্লোগানকে সামনে রেখে আজ ২২ মার্চ সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ এই দিনটি পালন করা হবে। এ দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ পানি, পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা ও উন্নয়নে জনগণকে সচেতন করে তোলা।
১৯৯৩ সালে জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব পানি দিবস (ইংরেজি: World Day for Water বা World Water Day) হিসেবে ঘোষণা করে।
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব পানি দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
বিডি-প্রতিদিন/২২ মার্চ ২০১৫/ এস আহমেদ