প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়া হবে। আজ শনিবার টেলিকনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১১টি মেডিকেল কলেজের কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মেডিকেল কলেজগুলো যেন মানসম্মত হয়, সেখান থেকে যেন রোগী মারার ডাক্তার বের না হয়। ডাক্তার হওয়া মানে পয়সা কামানো নয়, মানুষের সেবাই সবচেয়ে বড় কথা। তিনি বলেন, স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে গঠন করা হবে ট্রাস্ট ফান্ড। এতে চিকিৎসা সেবা পৌঁছে যাবে সবার দোরগোড়ায়। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা না পেয়ে রোগে-শোকে কষ্ট পেয়ে মানুষ মারা যাবে এটা হতে পারে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের সেবা করার লক্ষেই আমার রাজনীতিতে আসা। ২০০১ সালে জনগণের স্বাস্থ সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক করেছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে তা পণ্ড করে দেয়। আর বিএনপি সদস্যরা আমার ওপর দোষ চাপায়। মেকিকেল কলেজগুলোর শিক্ষার মান যেন ভালো হয় সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, সারা দেশে ১১টি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেডিকেল কলেজগুলোতে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এই কলেজগুলোর মধ্যে ৬টি সরকারি মেডিকেল কলেজ ও ৫টি সেনা সদর দপ্তরের অধীনে আর্মি মেডিকেল কলেজ রয়েছে। এগুলো হলো: টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী ও রাঙ্গামাটি মেডিকেল কলেজ। এছাড়া চট্টগ্রাম, যশোর, রংপুর, বগুড়া ও কুমিল্লা সেনানিবাসে হচ্ছে আর্মি মেডিকেল কলেজ।
বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৫/ রশিদা