হেড কোচ হিসেবে নিয়োগ চূড়ান্ত চন্ডিকা হাতুরাসিংহের। মুশফিকুর রহিমদের দায়িত্ব নিতে হাতুরাসিংহে ঢাকায় আসবেন ১০ জুন। দায়িত্ব নিবেন ১৩ জুন। ১৫ জুন থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ সকাল সাড়ে আটটায় অনুশীলনে নামছেন মুশফিকরা। হাতুরাসিংহের সহকারী হিসেবে শুধুমাত্র এই সিরিজে সারওয়ার ইমরানকে দায়িত্ব দিয়েছে বিসিবি। সারওয়ারের তত্ত্ব্বাবধানেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। খণ্ডকালীন সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও সারওয়ার ইমরানের টার্গেট ফর্মহীন মুশফিকদের ফর্মে ফেরানো।
আন্তর্জাতিক এরিনায় মুশফিকরা সর্বশেষ ম্যাচ খেলেছেন ১ এপ্রিল। ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে অেেস্ট্রলিয়ার বিপক্ষেই সবশেষ ম্যাচ খেলেছিলেন মুশফিকরা। এরপর টানা বিশ্রাম। ঘরোয়া ক্রিকেট খেললেও ৫৫ দিন পর আবার জাতীয় দলের ব্যানারে অনুশীলনে নামছেন ক্রিকেটাররা। ভারত সিরিজের জন্য ২৩ জন প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি দিন দুই আগে। প্রাথমিক স্কোয়াডে নেই কোনো চমক। জায়গা পাননি সদ্য শেষ হওয়া মৌসুমে অসাধারণ বোলিং করা তাইজুল ইসলাম। স্কোয়াডের ছয় ক্রিকেটার নাসির হোসেন, মুমিনুল হক সৌরভ, নাঈম ইসলাম, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ ও সোহাগ গাজী বর্তমানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজ। উপরোক্ত ক্রিকেটাররা সেখানে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স স্কোয়াডের বিপক্ষে। সারওয়ার ইমরান এবারই প্রথম টাইগারদের কোচিং স্টাফের সদস্য হননি। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের কোচ ছিলেন । ওই বছরই এশিয়া কাপে জাতীয় দলের কোচ ছিলেন। ২০০৩ সালে মহসিন কামালের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকা সফরেও কোচ ছিলেন তিনি। ২০০৪-২০০৯ সাল পর্যন্ত বোলিং কোচ ছিলেন টাইগারদের। পুনরায় জাতীয় দলের কোচিং স্টাফের সহযোগী হয়ে উচ্ছ্বসিত সারওয়ার, 'জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ভালোই লাগছে। আমি চেষ্টা করব নিজেদের সেরাটা ঢেলে দিতে।' শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে মুশফিকদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ক্রিকেটারদের ভারত সিরিজে ফর্মে ফেরানোই টার্গেট সারওয়ারের, 'ক্রিকেটারদের সঙ্গে আমার কথা হয়নি। কাল (আজ) অনুশীলনে কথা হবে। তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলব। কথা বলে চেষ্টা করব তাদের সমস্যাগুলোর সমাধান করতে। আশা করছি ভারত সিরিজে ক্রিকেটাররা আবারও ফর্মে ফিরবেন। সে রকমই চেষ্টা থাকবে আমার।'