ব্রিটিশ নাম্বার ওয়ান ও বিশ্বের চার নম্বর শীর্ষ টেনিস তারকা অ্যান্ডি মারে (২৭) চলতি বছরের ১১ এপ্রিল বিয়ে করতে যাচ্ছেন। বাগদত্তা কিম সিয়ার্সকে (২৬) বিয়ে করতে যাচ্ছেন তিনি। খবর এনডিটিভির
স্কটল্যান্ডে অ্যান্ডি মারের নিজ শহর ডানব্ল্যানের ক্রুমলিক্স হাউজে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ২০০৫ সাল থেকে অ্যান্ডি মারে ও কিম সিয়ার্সের প্রেম শুরু হয়। দীর্ঘ ৯ বছরের প্রেমকে স্থায়িত্ব দিতে গত বছরের নভেম্বর মাসে আংটি বদল করেন তারা।
এর আগে কিমের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা কখনই মিডিয়ার সামনে স্বীকার করেননি মারে। বাগদানের কাজটিও গোপনেই সারেন ব্রিটিশ এ টেনিস তারকা। তবে গত ৯ বছর ধরে মারের সর্মথনে প্রায় প্রতিটি ম্যাচেই টেনিস কোর্টে হাজির থাকতে দেখা গেছে কিমকে।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ