একাদশ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম প্রস্তুতি ম্যাচে এডিলেড ওভালে আজ ভারতের বিরুদ্ধে ৩৭১ রান সংগ্রহ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো সেঞ্চুরির উপর ভর করে বিশাল এ স্কোর সংগ্রহ করে অজিরা। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সামনে একদমই অসহায় ছিলেন ভারতীয় বোলাররা। ওয়ার্নার ৮৪ বলে ১০৪ রান করেন। আর ম্যাক্সওয়েল মাত্র ৫৭ বলে ২১৪.০৩ স্ট্রাইক রেটে ১২২ রান সংগ্রহ করেন। আর অধিনায়ক জর্জ বেইলির সংগ্রহ ৪৪ রান। তবে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি। ৪৮.২ ওভারেই অলআউট হয়ে যায় তারা। খবর দ্য হিন্দুর
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ফিল্ডিংয়ে নেমে ভারতীয় বোলাররা একেবারেই সুবিধা করতে পারেনি। তাদের সব বোলারই ব্যাপক মার খেয়েছেন। মোহাম্মদ সামি ৯.২ ওভারে ৮৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। সবচেয়ে কম রান দিয়েছেন উমেশ যাদব। তিনি নয় ওভারে ২ উইকেট নিয়ে ৫২ রান দিয়েছেন। ইশান্ত শর্মার জায়গায় দলে স্থান পাওয়া মোহিত শর্মা ৬২ রান দিয়ে ২ উইকেট, স্টুয়ার্ট বিনি ৪১ রান দিয়ে ১ উইকেট ও বাম হাতি স্পিনার আকশার পাটেল ৪৭ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন।
এদিকে, জয়ের জন্য ৩৭২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৫ ওভারে ৮৮ রান করেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মা শুরুতেই আউট হয়ে গেছেন। কোহলির সংগ্রহ ১৮ রান।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ