একাদশ আইসিসি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক। সোহাইল খানের বলে সোয়াইব মাকসুদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। আর মুমিনুল হক ৭ রান করে হ্যারিস সোহাইলের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান।
ক্রিজে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান।
এর আগে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৯টায় সিডনির ব্ল্যাকপার্ক অলিম্পিক পার্ক ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিডি-প্রতিদিন/ ৯ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ