বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচারের পর বিশ্বকাপ ভেস্তে যেতে বসেছিল তামিম ইকবালের। মনে হচ্ছিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলা বোধহয় হবে না বাঁ হাতি ওপেনারের। তারপরও ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল আস্থা রাখেন তামিমের উপর। অন্তর্ভুক্ত করেন বিশ্বকাপ স্কোয়াডে। এই ইনজুরি নিয়েই তামিম উড়ে যান অস্ট্রেলিয়ায়। দলের সঙ্গে গেলেও ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেননি ড্যাসিং ওপেনার। কাল খেলেন পাকিস্তানের বিপক্ষে এবং বাজিমাতও করেন। রান করে উড়িয়ে দেন সব শঙ্কা। শুধু তামিম নন, ধারাবাহিকতা ধরে রেখে কাল রান করেন টাইগারদের মিডল অর্ডার ব্যাটিং লাইনের অন্যতম স্তম্ভ মাহমুদুল্লাহ রিয়াদও। হাফ সেঞ্চুরি করেন দুজনেই। কিন্তু দুজনের জোড়া হাফ সেঞ্চুরি জেতাতে পারেনি বাংলাদেশকে। সোয়েব মাকসুদের প্রত্যয়ী ব্যাটিংয়ে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। ক্রিকেট মহাযজ্ঞ শুরু ১৪ ফেব্রুয়ারি। বিশ্বের সবচেয়ে বড় আসরে সাফল্য পেতে ২৪ জানুয়ারি ঢাকা ছাড়েন মাশরাফিরা। ব্রিসবেনে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করে। ক্যাম্প চলাকালীন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন মাশরাফিরা। প্রথমটি ২৩১ রান করে হারে ৫ উইকেটে। দ্বিতীয়টিতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯৩ রান করে হেরে যায় ৬ উইকেটে। দুই দুটি প্রস্তুতি ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করেন ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে ৫২ রান করেছিলেন মুমিনুল এবং দ্বিতীয়টিতে ৭০ রান করেছিলেন নাসির। কাল বিশ্বকাপপূর্ব পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে তামিম ও মাহমুদুল্লাহ ছাড়া বাকি সব ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। অবশ্য সাকিব কিছু রান করেছেন। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৪৬ রান করে টাইগাররা। প্রথম ওভারেই সাজঘরে ফিরেন ফর্মে ফিরতে মরিয়া এনামুল হক বিজয়। অস্ট্রেলিয়ায় তিনটি ম্যাচে এখন পর্যন্ত বড় কোনো স্কোর নেই এই ওপেনারের ব্যাটে। সপ্তম ওভারে মুমিনুলের বিদায়ের পর জুটি বাঁধেন তামিম ও মাহমুদুল্লাহ। দুজনে তৃতীয় উইকেট জুটিতে ৩৩ ওভারে ১৬৮ রান যোগ করেন। জিম্বাবুয়ে সিরিজের পর কালই প্রথম খেলতে নামেন তামিম। ১০৯ বলে ৫ চারে ৮১ রান করেন এই বাঁ হাতি ওপেনার। মাহমুদুল্লাহ ৮৩ রান করেন ১০৯ বলে ৫ চারে। সাকিব করেন ৩১ রান। তামিম ও মাহমুদুল্লাহর বিদায়ের ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। পাকিস্তানের বাঁ হাতি দীর্ঘকায় পেসার মোহাম্মদ ইরফান ৫২ রানে নেন ৫ উইকেট।
২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ৫২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর ইউনিস খান, হারিস সোহেল ও সোহেল মাকসুদ চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে যথাক্রমে ৫১ ও ৬৩ রান যোগ করে জয়ের ভিত গড়েন দেন। হারিস সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৩৯ রানে মাহমুদুল্লাহ রিয়াদের বলে। সোহেল মাকসুদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯৩ রানে। ৯০ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ৯টি চার ছাড়াও ছিল ২টি ছক্কা। কাল বাংলাদেশের পেসাররা ভালো করলেও ব্যর্থ ছিলেন স্পিনাররা। অধিনায়ক মাশরাফি ২ উইকেট নেন ৫০ রানের খরচে। তাসকিনও ২টি ও রুবেল ১ উইকেট। বোলিংয়ের মূল অস্ত্র সাকিব ১০ ওভারে ৪৫ রানের খরচে নেন ১ উইকেট। আরেক বাঁ হাতি স্পিনার আরাফাত সানি ছিলেন উইকেট শূন্য।
গা গরমের ম্যাচ বলে ১৩ জন করে খেলিয়েছে দুই দল। ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ
২৪৬/১০, ৪৯.৫ ওভার ( এনামুল হক ০, তামিম ইকবাল ৮১, মুমিনুল হক ৭, মাহমুদুল্লাহ রিয়াদ ৮৩, সাকিব আল হাসান ৩১, মুশফিকুর রহিম ০, সৌম্য সরকার ১৫, সাব্বির রহমান ৬, মাশরাফি বিন মর্তুজা ২, আরাফাত সানি ০, রুবেল হোসেন ০, অতি. ২১। মোহাম্মদ ইরফান ৫/ ৫২, সোহেল খান ১/১৮, ওয়াহাব রিয়াজ ১/৫১, ইয়াসির শাহ ২/৪২)।
পাকিস্তান
২৪৭/৭, ৪৮.১ ওভার (ইউনিস খান ২৫, হারিস সোহেল ৩৯, সোয়েব মাকসুদ ৯৩*, উমর আকমল ৩৯, মিসবাহ উল হক ১০, শহীদ আফ্রিদি ২৪। মাশরাফি ২/৫০, রুবেল হোসেন ১/৩২, তাসকিন ২/৪১, সৌম্য সরকার ০/১৮, সাকিব ১/৪৫, মাহমুদুল্লাহ ১/১৭, আরাফাত ০/৩১)।
শিরোনাম
- জুলাই মাসে দেশের সামগ্রিক পিএমআই সূচক বেড়ে ৬১.৫
- বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- বাস পুকুরে, প্রাণ গেল তিন মাসের শিশুর
- ২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না রাফিয়ার
- রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী
- ‘জাতীয় স্বার্থে সব দল এক জায়গায় বসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি’
- ট্রাম্পের দ্বিগুণ শুল্কে ভারতের শেয়ারবাজার ধস
- লিভারপুল থেকে আল হিলালে যোগ দিচ্ছেন স্ট্রাইকার নুনেজ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় ২৪ ঘণ্টায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত
- দেশ গঠনে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে: রফিক শিকদার
- আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করব : বাণিজ্য উপদেষ্টা
- নারায়ণগঞ্জে হকারের ঘুষিতে প্রাণ গেল আরেক হকারের
- কক্সবাজারে পাসপোর্ট অফিস ও হাসপাতালে র্যাবের অভিযান, আটক ৪ দালাল
- দুদকের মামলায় কারাগারে কলিমউল্লাহ
- ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪০৮
- কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- কুয়াকাটা সৈকতে ট্রলারসহ ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ
- মাদারীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান
- দিনাজপুরে শুভসংঘের স্বেচ্ছাসেবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ‘উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ৭৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে’
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ
হারলেও রান পেয়েছেন তামিম মাহমুদুল্লাহ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর