বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় শেখ রাসেল ক্রীড়া চক্রে প্রাণ ফিরেছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চেয়ারম্যান হওয়ায় পুরো ক্লাব নতুনভাবে জেগে উঠেছে। আসছে মৌসুমে ফুটবলে তারকা খেলোয়াড়দের নিয়ে সেরা দল গঠন করেছে শেখ রাসেল। বিদেশি কালেকশনও চোখে পড়ার মতো। ১৫ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের মাধ্যমে ঘরোয়া ফুটবলে পর্দা উঠছে। তবে নতুনভাবে গড়া শেখ রাসেল আজই মাঠে নামছে। দেশে নয়, তাজিকিস্তানে এএফসি কাপের বাছাই পর্বের লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে স্থানীয় ফুটবল লিগ রানার্স-আপ আলখাইর বাহাদাতের বিপক্ষে। যারা জিতবে তারা পরবর্তী রাউন্ডে যাবে। শক্তিশালী দল গড়লেও অনেক তারকা ফুটবলার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না। দেশসেরা স্ট্রাইকার এমিলি, জাহিদ, লিটন, হেমন্তরা বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় দলে অংশ নেন। বাংলাদেশ ফাইনাল খেলায় তাদের আর তাজিকিস্তান যাওয়া সম্ভব হয়নি। প্রতিপক্ষ হিসেবে আলখাইর খুবই শক্তিশালী দল। ফিফা র্যাংকিংয়ে তাজিকিস্তানের অবস্থান ১৩৬, বাংলাদেশের ১৬৫। এতে বোঝা যায় শক্তির দিক দিয়ে দুই দলের পার্থক্য কেমন। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমাইল জামিল আখন্দ লাবলু বলেন, এমিলিরা না খেললেও শেখ রাসেলের শক্তি থাকত অন্য রকম। তার পরও দলের যে প্রস্তুতি রয়েছে তাতে দল ভালো খেলবে বলে আশা রাখি। শেখ রাসেলের আগমনের খবর তাজিক পত্রিকাগুলো বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে। শেখ রাসেল এমন সময় দেশের বাইরে খেলতে গেছে যখন দেশের ফুটবলও জেগে উঠেছে। বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় দলের নৈপুণ্য এএফসি কাপে শেখ রাসেলকে অনুপ্রেরণা জোগাবে। এএফসি ক্লাব কাপ এশিয়ান ফুটবলে খুবই জনপ্রিয় টুর্নামেন্ট। এখানে সাফল্য পাওয়া মানে দেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাওয়া।