পেসারদের দাপটের ফাঁকে ফাঁকে স্পিনাররাও আলো ছড়াচ্ছেন। ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে দিশেহারা করে দিয়ে ম্যাচ জয়ে কার্যকরী ভূমিকা রাখছেন। কিছুদিন আগে বাংলাদেশের বোলিংয়ের প্রধান অস্ত্রোই ছিল স্পিন। তবে সাম্প্রতিক পেসারদের দাপটে পারফরম্যান্সের পর পরিস্থিতি কিছু বদলে গেছে। কিন্তু পেস আক্রমণে বিস্ময়কর সাফল্যের পরও স্পিনাররা তাদের ক্যারিশমা ধরে রেখেছেন।
ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিং দিয়েই তো এখনো তিন ফরম্যাটের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ পরিসরের ক্রিকেটে বামহাতি স্পিনার তাইজুল ইসলামের বোলিং খুবই কার্যকরী। ব্যাটসম্যানকে বোকা বানাতে ভীষণ পারদর্শী লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। পার্ট-টাইম বোলার থেকে নাসির হোসেন এখন ফুলটাইম। এছাড়াও দলে আরাফাত সানি, মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকা স্পিনার রয়েছে।
সাকিব- সত্যিই বাংলাদেশের প্রাণ! বিশ্বসেরা অলরাউন্ডার শুধুমাত্র বোলিং দিয়েই তারকাখ্যাতি অর্জন করতে পারতেন। তার স্পিন বিষে বোকা বনে যাননি এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া কঠিন। বিশ্বের বিভিন্ন দেশে ঘরোয়া লিগে খেলেন তিনি। আইপিএল, বিগ-ব্যাশ, সিপিএল -সব জায়গাতেই সাফল্য পেয়েছেন সাকিব। ২০১৫ সালে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন সাকিব। টেস্টেও সাকিব অসাধারণ। চলতি বছর এখন পর্যন্ত তার ঝুলিতে জমা পড়েছে ৭ উইকেট।
তাইজুল ইসলাম-যার ওয়ানডে ক্রিকেটে যাত্রাই শুরু হয়েছিল বিশ্বরেকর্ড দিয়ে। ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে তাইজুলকে দলে নেওয়া হয় পরীক্ষামূলকভাবে। দাপুটে পারফরম্যান্স দেখানোর পরও আরাফাত সানীকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয় বাঁহাতি এই স্পিনারকে। দলে জায়গা পেয়েই বাজিমাত করে দেন। অভিষেকেই করে ফেলেন হ্যাটট্রিক। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেটি ছিল প্রথম ঘটনা। তবে তাইজুলের আসল শক্তি কিন্তু টেস্টে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তাইজুল যেন প্রতিপক্ষের ত্রাস। শুরু থেকেই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে তটস্থ থাকতেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। ২০১৪ সালের সেপ্টেম্বরে অভিষেক ম্যাচেই নিয়েছিলেন ৪ উইকেট। তবে ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে তাইজুলের সেই অবিস্মরণীয় বোলিংয়ের কথা ক্রিকেটপ্রেমীদের ভোলার কথা নয়। প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রানে নিয়েছিলেন ৮ উইকেট। এ পর্যন্ত ৯ টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা ৩৬। চলতি বছরে এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তাইজুল। ৪ ম্যাচ থেকে নিয়েছেন ১১ উইকেট।
জুবায়ের হোসেন লিখন-বাংলাদেশের একমাত্র লেগ স্পিন বিশেষজ্ঞ। কোচ চন্ডিকা হাতুরাসিংহের কাছে তিনি ‘বাংলাদেশের শেন ওয়ার্ন’। জুবায়ের জাতীয় দলে সুযোগ পেয়েছেন ক্যারিশম্যাটিকভাবে। সাধারণত ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যেই তরুণ ক্রিকেটারদের খুলে যায় জাতীয় দলের দরজা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জুবায়ের হোসেন। ঘরোয়া লিগে তার পারফরম্যান্সে মোটেও আহামরি কিছু নয়। তারপরেও সুযোগ পেয়েছে জাতীয় দলে। অনুশীলন নেটে বোলিং করার সময়ই কোচের মনে ধরে যায়। জুবায়েরের বাউন্স আর টার্ন দেখে মুগ্ধ হয়ে যান হাতুরাসিংহে। যদিও এখনো লাল-সবুজ জার্সিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তবে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি নেই।
নাসির হোসেন-মূলত ব্যাটসম্যান। তবে দলের প্রয়োজনে পার্টটাইম বোলিং করে থাকেন। কিন্তু ২০১৫ সালে এই পার্টটাইম বোলার যেন হয়ে গেছেন ফুল-টাইম। নিয়মিত ৮-৯-১০ ওভার বোলিং করে থাকেন। ওয়ানডেতে তার বোলিংটা খুবই কাজ দিচ্ছে। তারকা বোলারদের প্রতি মনোযোগ দিতে গিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা নাসিরকে হিসেবেই রাখেন না। তাই ব্রেকথ্র“ এনে দিতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নাসিরকে ব্যবহার করছেন। আর নিয়মিত সফলতাও এনে দিচ্ছেন অফ-ব্রেক এই স্পিনার। নাসির তার ৫৩ ম্যাচের ক্যারিয়ারে নিয়েছেন মাত্র ১৫ উইকেট। তবে ২০১৫ সালে ১২ ম্যাচেই নিয়েছেন ১২ উইকেট। তাছাড়া রানের গতিও আটকে রাখার ক্ষেত্রে খুবই পারদর্শী নাসির।
আরাফাত সানী-অসাধারণ এক স্পিনার। বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার বেশি থাকার কারণে দলে সুযোগ পেয়েও তাকে একাদশের বাইরে থাকতে হয়। তবে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন সানী। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচেই ১০ উইকেট নিয়েছিলেন তিনি। তারপরেও দলে তার নিয়মিত জায়গা হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদের স্পিনও দারুণ কার্যকরী। কিন্তু বিশ্বকাপের পর এখন ব্যাটিং নিয়েই বেশি মনোযোগী তিনি। তারপরেও সুযোগ বুঝে বোলিং করে থাকেন এবং সফলও হন। সাম্প্রতিক পেসারদের দাপুটে পারফরম্যান্সের কারণে স্পিনের ওপর নির্ভরতা কমলেও স্পিনারদের ক্যারিশমা কিন্তু কমেনি। তারা প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন। বাংলাদেশের প্রতিটি সাফল্যেই স্পিনাররা রাখছেন বড় ভূমিকা।
শিরোনাম
- রাজবাড়ীতে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
- শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ড. ইউনূসের : ফারুক
- লক্ষ্মীপুরে বই উৎসবে মেতেছে শিক্ষক-শিক্ষার্থীরা
- আশিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে : ফারুকী
- ‘আওয়ামী লীগের অপকর্ম আর কাউকে করতে দেওয়া হবে না’
- নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায়
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৭২ মামলা
- মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- রামগড়ে দুর্গম স্কুলে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- জুলাই গণ-অভ্যুত্থান : অজ্ঞাত ৬ মরদেহ দাফনের জন্য হস্তান্তর
- ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেফতার
- এক বছরে সরকারের ১২টি সাফল্য তুলে ধরলেন প্রেসসচিব
- মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন
- সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা জোরদার
- রাজধানীতে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই নেতা আটক
- মহেশখালীতে ১০৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
- পঞ্চগড়ে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীকে হত্যা
- বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
আলো ছড়াচ্ছেন স্পিনাররাও
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর