যুক্তরাষ্ট্র লস্কর-ই-তৈয়বার নেতা হাফিজ সাঈদকে বিচারের মুখোমুখি করার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। সেই হাফিজকে গ্রেফতারও করেছিল পাকিস্তান। প্রায় ৩০০ দিন তাকে গৃহবন্দী করে রাখা হয়। কিন্তু এ দীর্ঘ সময়েও হাফিজের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ হাজির করতে পারেনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
পরে আদালতের আদেশের সাপেক্ষে গত বৃহস্পতিবার হাফিজ সাঈদকে মুক্তি দেয়া হয়। কিন্তু এতে ক্ষিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র। হাফিজ সাইদকে অবিলম্বে গ্রেপ্তারের আহবানও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হাফিজকে মুক্তির পরপরই একটি বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানের সত্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, এমন পদক্ষেপ পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও হুমকি দেয়া হয়েছে।
২০০৮ সালে মুম্বাই হামলায় নিহত ১৬৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের ছয় নাগরিকও ছিল। আমেরিকার অভিযোগ, ওই হামলার পরিকল্পনা করেছিলেন হাফিজ সাঈদ।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৭/ফারজানা