সোনা-রূপাসহ মূল্যবান বিভিন্ন ধাতুর খোঁজে ভারত মহাসাগরে অভিযান শুরু করেছে চীন। এরইমধ্যেই সাবমেরিনের সাহায্যে মহাসাগরের গভীরে অভিযান শুরু করা হয়েছে। প্রথম ডাইভ দিয়ে জিয়াওলং সাবমেরিন সাগরের গভীর থেকে হাইড্রোথারমান ফ্লুইড ও সালফাইডের নমুনা সংগ্রহ করেছে।
জানা গেছে, সমুদ্রের এই স্তরে তামা, দস্তা ও সোনা রূপার মত মূল্যবান ধাতু থাকে। এই অভিযানে সমুদ্রের অতল থেকে নুড়ি-পাথর, কাদা ও পানি সংগ্রহ করা হবে।
এ ব্যাপারে চীনা গবেষক তাও চুনহুই জানিয়েছেন, ভবিষ্যতে পলিমেটালিক সালফাইড গবেষণার ক্ষেত্রে এই অভিযানে সংগ্রহকৃত বস্তু বিশেষ কাজে লাগবে।
প্রসঙ্গত, গত বছর জিয়াওলং সাবমেরিন উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে ৫২ দিন বৈজ্ঞানিক সফর চালিয়েছিল। ওই অভিযান সাবমেরিনটি ১১৬ ধরণের জীববৈচিত্র এবং ২২ ধরণের নুড়ি পাথরসহ নানা রকণের গুরুত্বপূর্ণ ধাতুর নমুনা সংগ্রহ করেছিল।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ