যৌন হয়রানির অভিযোগ উঠার পদ থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) অর্থনৈতিক বিষয়ক চেয়ারম্যান স্টিভ উইন। উইন তার বিরুদ্ধে আনা ‘অপবাদের’ জন্য সাবেক স্ত্রীকে দুষছেন।
৭৬ বছর বয়সী এই বিলিওনিয়ার একজন থেরাপিস্টকে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছেন জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল।
উইন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন এগুলো ‘হাস্যকর’। এদিকে আরএনসি’র প্রধান রোনা ম্যাকড্যানিয়েল জানিয়েছেন, তিনি উইনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, তারা একাধিক ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করেছে। ওই ব্যক্তিরা জানিয়েছে, উইন যৌন হয়রানির একটা প্যাটার্ন অনুসরণ করেন। যখন তিনি নিজের অফিসে ম্যাসাজ থেরাপিস্টের সঙ্গে একা থাকেন তখন তাদের যৌন হয়রানি করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন