উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক। আর তারই জের ধরে আবারও পাকিস্তানকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। অবিলম্বে পাকিস্তানের মাটিতে থাকা তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, ইতিমধ্যে ছয় নেতাকে কালো তালিকাভুক্ত করে নিষেধাজ্ঞার আওতায়ও এনেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ দফতর এই ছয় নেতার মধ্যে পাঁচজনের বিরুদ্ধে তহবিল সংগ্রহ ও তা লেনদেনের অভিযোগ তুলেছে। যার মধ্যে একজন জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডার বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কারণে এসব ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি ব্যবসা করতে পারবে না। এসব ব্যক্তি মার্কিন ও ন্যাটো জোটের সেনাদের ওপর হামলার সঙ্গে জড়িত এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থের যোগান দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এ ব্যাপারে এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের নিরাপদ আশ্রয় নস্যাতের জন্য পাকিস্তান সরকারকে অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে হবে। এবং তাদের তহবিল সংগ্রহের বিষয়টিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে।”
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ