কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় নগরী বারাঙ্কুইলারের একটি থানায় বোমা হামলায় অন্তত পাঁচ পুলিশ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪১ জন। শনিবারের এই ঘটনার জন্য মাদক পাচারকারীদের অভিযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে বারাঙ্কুইলারের পুলিশ কমান্ডার মারিয়ানো বোতেরো বলেন, কর্মকর্তারা সকালের সমাবেশের জন্য যখন জমায়েত হচ্ছিল ঠিক তখন বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশের এক সূত্র জানায়, বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৪৯ পুলিশ কর্মকর্তা ছিল। এদের মধ্যে পাঁচ কর্মকর্তা নিহত এবং অপর ৪১ জন আহত হয়েছে। নিহতদের বয়স ২৪ বছর থেকে ৩১ বছরের মধ্যে।
এদিকে এ প্রসঙ্গে অ্যার্টনি জেনারেল নেসতোর মার্টিনেজ বলেন, এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তার বিরুদ্ধে পাঁচ জনকে হত্যা, অন্যান্যদের হত্যা প্রচেষ্টা,সন্ত্রাসবাদ ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনব।’
উল্লেখ্য, বারাঙ্কুইলারের হামলাটি ছিল সম্প্রতিক বছরগুলোর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চালানো অন্যতম ভয়াবহ হামলা।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ