সেনাবাহিনীর গুলিতে দুই যুবকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের গনিপোরা গ্রাম সংলগ্ন এলাকায় সেনার গাড়ি বহরের ওপর একদল বিক্ষোভকারী পাথর ছোড়ার পরই তাদের থামাতে গুলি ছোঁড়ে সেনা। তাতেই মৃত্যু হয় জাভেদ আহমেদ ভাট (২০), সুহেল জাভিদ লোন (২৪) নামে দুই যুবকের। এরপরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মৃত্যুর প্রতিবাদে রবিবার উপত্যকায় যৌথভাবে হরতালের ডাক দিয়েছে সৈয়দ আলি গিলানি, মীরওয়াইজ উমর ফারুক এবং মহম্মদ ইয়ানিস মালিকের মতো কট্টরপন্থী নেতারা। হরতালের ফলে দোকান-বাজার অধিকাংশই বন্ধ। রাস্তায় যানবাহন প্রায় নেই বললেই চলে। বারামুলা থেকে বানিয়াল পর্যন্ত ট্রেন সেবাও বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সেনা ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীল টহলদারি। সবমিলিয়ে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।
নতুন করে সহিংসতা ঠেকাতে রাজ্যের রাজধানী শ্রীনগরের নওহাটা, খান্নার, জাদিবল, এমআর গঞ্জ, বাতমালু, মাইসুমাসহ আটটি থানায় কার্ফু জারি করা হয়েছে। সোপিয়ান, পুলওয়ামা, অনন্তনাগ, কুলগাম-উপত্যকার এই চারটি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। উপত্যকার বাকী অংশে ইন্টারনেটের গতি অনেক কমিয়ে (১২৮ কেবিপিএস) রাখা হয়েছে।
সেনার গুলি চালানোর পরই ওই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে ন্যাশনাল কনফারেন্স নেতা ও রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
সেনার তরফে দাবি করা হয়েছে আত্মরক্ষার কারণেই সেনা গুলি চালাতে বাধ্য হয়েছে। সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রায় কয়েক শতাধিক বিক্ষোভকারী তাদের লক্ষ্য হঠাৎই পাথর ছুঁড়তে থাকে। এসময় এক জুনিয়র কমিশনড কর্মকর্তা (জেসিও)-কে টেনে-হিঁচড়ে মারধর ও তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। আগুন লাগানোর চেষ্টা করা হয় সেনার গাড়িতেও। তখনই বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হয়। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে বেশ কয়েকজন জওয়ানও কমবেশি আহত হয়েছেন।
ইতিমধ্যেই পুলিশের পক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ২০ দিনের মধ্যে তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামণ’এর সাথেও কথা বলেছেন মুফতি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সেনাবাহিনী যাতে আরও দায়িত্বশীল ভূমিকা নেয়-সে জন্য সেনার সঙ্গে কথা বলতে প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ জানান মুফতি।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/ফারজানা