ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে রবিবার প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা সরকারের সদর দপ্তর দখল নেয়ার প্রেক্ষাপটে এ সংঘর্ষের ঘটনা ঘটল।
এ ব্যাপারে এডেনে চারটি হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিকও রয়েছে।
রবিবার ভোরে প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত সামরিক ইউনিটগুলোর সঙ্গে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সমর্থিত বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ