যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি গাড়ি ধৌত করার স্থানে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল রবিবার এই হামলা চালানো হয়।
তবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ। হামলাকারীর পরিচয়ও জানা যায়নি। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন।
ধারণা করা হচ্ছে, মেলক্রোফট নামক একটি স্থানে হামলায় নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ