'ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ' মার্কিন রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা এ বইয়ের উপস্থিতি ছিল এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরেও। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বইয়ের কিছু অংশ পড়েছেন। ওই অংশটি লেখা ছিল 'ম্যাকডোনাল্ডের খাবারের বিষয়ে ট্রাম্পের ভালোবাসা' নিয়ে।
রবিবার গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান চলাকালে একটি ভিডিও শেয়ার করেন উপস্থাপক জেমস করডেন। তাতে দেখা যায় বিভিন্ন সঙ্গীত তারকা 'পরবর্তী বছরের সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবাম' পদকের জন্য অডিশন দিচ্ছেন। এজন্য তাদের পড়তে দেয়া হয়েছে 'ফায়ার অ্যান্ড ফিউরি' বইটি। কিন্তু কেউ নির্বাচিত হননি।
সবার শেষে বইটি পড়েন ৭০ বছর বয়সী হিলারি। পরে তাকেই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। যদিও পুরো ভিডিওটাই স্রেফ মজা করেই তৈরি করা হয়েছে। হিলারি পড়েন, 'খাবারে বিষ প্রয়োগ করা হবে এমন ভীতি ট্রাম্পের দীর্ঘদিন ধরে ছিল। তাই তিনি ম্যাকডোনাল্ডের খাবার পছন্দ করতেন- কেউ জানত না তিনি খাবার কিনতে আসছেন এবং এসব খাবার নিরাপদে (বিষ প্রয়োগ না করে) তৈরি করা হতো।' সূত্র : পেজ সিক্স
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা