প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতির নিখোঁজ ফেরির সাত যাত্রীকে ডিঙি নৌকায় ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৫০ জন লোক নিয়ে দুই সপ্তাহ আগে এমভি বুটিরায়োই নামের ফেরিটি নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আকাশ থেকে ডিঙি নৌকায় ভাসতে দেখে একটি মাছ ধরার নৌকায় আট জনকে তুলে নেওয়া হয়।
জানা যায়, রবিবার সকালে নিউ জিল্যান্ডের একটি সামরিক বিমান ১৬ ফুটের একটি ডিঙি নৌকায় কয়েকজনকে ভাসতে দেখে। পরে একটি মাছ ধরার নৌকায় তাদের তুলে নেওয়া হয়।
এদিকে, সোমবারও তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। তল্লাশি ও উদ্ধারাভিযানে সাহায্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম নিউ জিল্যান্ড ও ফিজি।
এ ব্যাপারে উদ্ধারকারীরা বলছেন, নিখোঁজ ব্যক্তিদের এখনো সাগরে জীবিত অবস্থায় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ