কম্বোডিয়ায় উদ্দাম নৃত্য করে ফেঁসে গেছেন ১০ পর্যটক। স্থানীয় পুলিশ কম্বোডিয়ার সংস্কৃতি বিরোধী যৌন উত্তেজক নৃত্য করার দায়ে তাদের গ্রেফতার করেছে।
জানা গেছে, 'সিয়াম রিফ' নামক স্থানীয় জনপ্রিয় পর্যটন এলাকায় একটি পার্টি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন ব্রিটিশ, দুইজন কানাডিয়ান, একজন নিউজিল্যান্ডের নাগরিক এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে অভিযুক্ত হলে তাদের প্রত্যেককে এক বছর করে সাজা ভোগ করতে হবে।
স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, পার্টিতে ৮০ থেকে ১০০ মানুষ উপস্থিত ছিল। তারা মজার ছলেই সেখানে নাচানাচি করে। এক পর্যায়ে তাদের উদ্দাম নৃত্যে যৌনতার অভিনয় করতে দেখা যায়। এরপর অনলাইনে সেই ছবি পোস্ট করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
কম্বোডিয়ার এক সরকারি কর্মকর্তা বলেন, তাদের আটক করা হয়েছে কারণ তারা যা করছিলেন তা আমাদের সংস্কৃতি বিরোধী।
বিডিপ্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৮/ ই জাহান